Those who want to build a career in network / direct selling business, read carefully and listen to the video.
The Indian government has banned gaming in the name of direct selling,1. Deposits and investments of any kind are not included in any direct selling / network marketing / MLM. These are SCAMs under the name of MLM which is completely illegal.
2. Selling an insurance policy under the name of MLM also has many disadvantages as insurance is a very big industry and it has its own identity. Going beyond that is likely to cause great harm to ordinary people.
ভিডিওর মূল পয়েন্ট গুলো বাংলায় তুলে ধরলাম।
১. ডিপোজিট এবং ইনভেস্টমেন্ট তা যেকোনো ধরনের হোক এটা কোনো ডিরেক্ট সেলিং/নেটওয়ার্ক মার্কেটিং/ এম এল এম মধ্যে পরেনা এগুলো এম এল এম এর নাম দিয়ে SCAM করে যা সম্পুর্ন অবৈধ।
২. এম এল এম এর নাম দিয়ে ইন্সুইরেন্স পলিসি বিক্রি করা সেটারও অনেক ক্ষতির দিক রয়েছে কারণ ইন্সুইরেন্সও অনেক বড় একটা ইন্ডাস্ট্রি তার একটি নিজস্বতা রয়েছে। তার বাহিরে গেলে সাধারণ মানুষের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
৩. ডিসকাউন্ট কার্ড এর নামে মানুষের কাছে থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া, এর বাস্তবে মানুষ তেমন কোনো সুবিধা পায় না, পৃথিবীর অন্যান্য দেশে অনেক ডিসকাউন্ট পলিছি আছে কিন্তু সেটা ডিস্ট্রিবিউটররা সম্পুর্ণ ফ্রিতে সেই সুবিধা ভোগ করে থাকে, কিন্তু এম এল এম এর নাম দিয়ে ডিসকাউন্ট কার্ড বিক্রি করা অবৈধ এবং এটাও SCAM এর মধ্যে পরে।
৩. Virtual Currency ওয়ান কয়েন, বিট কয়েন এম এল এম এর নাম দিয়ে এগুলো করাও সম্পুর্ণ অবৈধ এবং লক্ষ লক্ষ মানুষ ক্ষতির সম্ভাবনা থাকে কারণ এগুলোর আমাদের মতো দেশে সফটওয়্যার ছাড়া আর কোনো ভিত্তি নেই লিংক বন্ধ করে দিলে সব শেষ।
৫. GET PAID TO CLICK ADS অনলাইন বিজ্ঞাপন ক্লিক করলেই টাকা, এই ভন্ডামী করে ইতিমধ্যে অনেক কোম্পানি বন্ধ হয়েছে, অনেক কে রাস্তায় দারিয়ে ব্যানার নিয়ে মানববন্ধনও করতে দেখেছি এটা একদম প্রতারণা ১০০০ হাজার করে টাকা নিয়ে আইডি করা এবং একজনের নামে শতো শতো আইডি করা এটা সরাসরি SCAM।
৬. আরেকটি পলিসি আছে যারা অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেয়, গলার রকেট, আংটি, ব্যাস লাইট ইত্যাদি ইত্যাদি, একটা সাথে রাখলে জীবনের সব সমস্যা সমাধান, এগুলোর মাধ্যমে মানুষের ঈমান এবং অর্থ দুটুই হারাতে হয় এগুলো সম্পুর্ণ অবৈধ কার্জক্রম এবং কোনটাই ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে পরে না।
সারাংশঃ- বন্ধুরা পুকুরে মাছ মনে করেই লাফ দিয়েন না মাছের পরিবর্তে শাপ বা কুমিরও থাকতে পারে কোনো কোম্পানিতে কাজ করার আগে ১০০ বার চিন্তা করুন আপনি লোভে পরে সিদ্ধান্ত নিচ্ছেন না তো ? ডিরেক্ট সেলিং ব্যবসার মূল থিউরি হচ্ছে মানুষকে সু-সাস্থকর পণ্যর দেওয়ার পাশাপাশি অর্থনীতিক ভাবে প্রতিষ্ঠা হতে সহযোগিতা করা, এখানে গুনগত মানের পণ্যের উপস্তিতি খুব জরুরী, তাই এই ব্যবসায় ৫-১০ বছরের মাইন্ড সেট করে কাজ শুরু করা উচিৎ।
जो लोग नेटवर्क / डायरेक्ट सेलिंग व्यवसाय में कैरियर बनाना चाहते हैं, वे ध्यान से पढ़ें और वीडियो देखें। भारत सरकार ने प्रत्यक्ष बिक्री के नाम पर जुआ खेलने पर प्रतिबंध लगा दिया है, मैंने अंग्रेजी और बंगाली में वीडियो के मुख्य बिंदुओं पर प्रकाश डाला।
0 Comments
Thank You For Visit And Commenting In This Blog.
Stay Home Stay Safe.
Wish You Wellth.
+918282822858