লিডার সবাইকে বুকে জড়িয়ে ধরেন !
নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল, কম সফল এবং অসফল- সব প্রকারের লোকেরাই থাকেন! নেতৃত্ত ক্ষমতার অধিকারী লিডার সফল লোকদের সম্মান করেন, কম সফল লোকদের সফলতার প্রতি অনুপ্রানিত করেন আর অসফল লোকদের সাহস জোগান।
লিডার নিজের নেতৃত্ত ক্ষমতা আর বক্তৃতার মাধুর্যতার সহায়তায় নিজের গ্রুপ পর্যন্ত সকল বার্তা পৌছে দেন যে, ব্যার্থতা কোনো ভুল বা বড় ভুল নয়... সেটা হচ্ছে আরো একটা শিক্ষাপ্রদ অধ্যায়! যা হারিয়ে গেছে, সেটার জন্য দুঃখ প্রকাশ করলে যেটা প্রাপ্ত করা যেতো... সেটাও হারিয়ে যাবে! শুধু এটুকু মাথা রাখা উচিত যে, যে ভুল একবার হয়ে গেছে, সেটা যেনো আর কখনো না হয়! সেই ভুলের পুনরাবৃত্তি করতে থাকা ব্যাক্তি মূর্খ হন।
কিছু লিডার ব্যার্থ লোকদের সাথে সম্মানজনক ব্যাবহার করেন না... তাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করেন না... এমন লিডার কখনো মানুষের হ্নদয়ে স্থান করে নিতে পারেন না, কখনো জনপ্রিয় হতে পারেন না!
সারাংশঃ- সত্যিকারের লিডার ব্যর্থ লোকদেরকেও বুকে টেনে নেন আর বলেন -
সিস্টেম অনুসারে চলতে থাকুন... ব্যর্থ হয়েছেন তো তাতে কি আসে-যায় ধৈর্য ধরে লেগে থাকুন সফলতা আসবেই।
नेता सबको गले लगाता है!
0 Comments
Thank You For Visit And Commenting In This Blog.
Stay Home Stay Safe.
Wish You Wellth.
+918282822858