Network Warning: -
2 👉 P-Profile (What is the strong foundation of the company) # Have they already set a precedent of success, played a role in changing people's lives, and is the company going from top to bottom every year? You shouldn't even work for a company that has a bad record.
নেটওয়ার্ক সর্তকবানীঃ-
বাংলাদেশ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে পরিবেশক হওয়ার চেয়ে এমডি চেয়ারম্যান হওয়া সহজ হয়ে দাড়িয়েছে, কেউ কোনো কোম্পানিতে ব্যর্থ হলেই মালিক হয়ে যাচ্ছে রাতারাতি। এই কোম্পানি গুলো প্রথম ১-২ বছরের মধ্যে ৯০% বন্ধ হয়ে যাচ্ছে পরবর্তীতে ৩-৫ বছরের মধ্যে ৯৯% বন্ধ হয়ে যাচ্ছে নতুন প্রজন্মের যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে উদ্দোক্তা হয়ে কাজ শুরু করছেন এইধরনের কোম্পানি থেকে সাবধান থাকবেন, লোভ দেখিয়ে আপনার লাইফ থেকে ৪-৫ বছর সময় নষ্ট করে দিবে, যেখানে প্রতিষ্ঠিত কোম্পানিতে এই সময়ে একটু একটু করে এগিয়ে গেলেও আপনার স্বপ্নের কাছাকাছি চলে যাবেন।
বন্ধুরা যদি কোনো কোম্পানিতে নিচের ৫টা বিষয়ের মধ্যে ঘাটতি থাকে তাহলে এইধরনের কোম্পানিতে কাজ করা ঝুকিপূর্ণ।
👇
1👉 P- Promoter (পরিচালক )
# যদি পরিচালকবৃন্দ পূর্ব দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকে তারমানি আগে থেকেই নেটওয়ার্কিং অভিজ্ঞতা সম্পুর্ন পরিচালক প্রয়োজন। আপনার কথায় যদি পরিচালকবৃন্দ ঘুরতে থাকে তাহলে এমন কোম্পানিতে কাজ করা উচিৎ নয় ।
👇
2 👉 P- Profile (কোম্পানির ভিত্তি কি শক্তিশালী)
# ইতিমধ্যে কি তারা সফলতার নজির স্থাপন করতে পেরেছে, লোকদের জীবন পরিবর্তনে ভূমিকা রাখতে পেরেছে এবং প্রতি বছর কি কোম্পানির সবদিক থেকে উপরের দিকে যাচ্ছে ? যদি রেকর্ড খারাপ হয় এমন কোম্পানিতে কাজ করাও উচিৎ নয়।
👇
3👉 P- Products (১০০% পণ্য ভিত্তিক কোম্পানি কি-না) এবং সেই পণ্যের কোয়ালিটি পরিক্ষিত আছে কিনা এবং পণ্য এভেলেবল আছে কি-না ?
# মনে রাখবেন দুনিয়ায় সব পণ্য আপনার কোম্পানিতে থাকতে হবে বিষয়টি তা নয় এমন পণ্য থাকতে হবে যা লোকাল আইন সাপোর্ট করে, যেই পণ্য লোকাল আইনে NWM এর মাধ্যমে বিক্রি করা নিষিদ্ধ সেই প্রোডাক্ট আপনি যদি চান এবং আপনার কোম্পানিও সেই সুযোগ করে দেয় ও পণ্যের চেয়ে শুধু জয়েনিংয়ের উপর জোর দেয় এমন কোম্পানিতে কাজ করা অধিক ঝুকিপূর্ণ।
👇
4👉 P- Plan (কোম্পানির মার্কেটিং প্ল্যান)
# কোম্পানির মার্কেটিং প্ল্যান পরিক্ষিত কি-না, এই প্ল্যানে কাজ করে ইতিমধ্যে মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে কি-না? তারমানি আমি রাতারাতি কিছু করাকে বুঝাচ্ছি না, যদি এই প্ল্যানে কাজ করে তেমন সফলতার দৃষ্টান্ত না থাকে তাহলে এমন কোম্পানিতে কাজ করা ঠিক নয় ।
👇
5👉 P- Payout (কমিশন বন্টন পদ্ধতি)
# কমিশন বন্টন পদ্ধতি সহজ কি-না এবং নিয়মিত কমিশন পরিশোধ করে কিনা? যদি নিয়মিত কমিশন পরিশোধ না করতে পারে এবং রিওয়ার্ড গুলো ঝুলিয়ে রাখে, দেম দিচ্ছি বলে এমন কোম্পানিতে কাজ করা উচিৎ নয়।
যেকোনো ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি সফলতা পেতে গেলে হোক ট্রেডিশনাল অথবা নেটওয়ার্ক মার্কেটিং ১০-২০ দৃঢ়তার সাথে লেগে থাকার মানসিকতা থাকতে হবে। আপনি যদি এক-দুই বছরে কোনো কোম্পানি থেকে বাড়ি-গাড়ি আশা করেন সেটা আপনার উচ্চ বিলাশী লোভের প্রচেষ্টা ছাড়া কিছু নয় ।
👉শর্টকাট লিফট দিয়ে যতটা উপরে উঠবেন রকেটের গতিতে ততটা নিচে নামতে হবে।
আশাকরি সুবুদ্ধির উদয় হবে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।
👉 ফলোয়ারদের বলবো সোশ্যাল মিডিয়ায় কারো সমালোচনা যদি একান্ত করতেই হয় মার্জিত ভাষায় করুন।
0 Comments
Thank You For Visit And Commenting In This Blog.
Stay Home Stay Safe.
Wish You Wellth.
+918282822858