Avijit Chaudhury Official Want to be successful in life? Want to be successful in life?

Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

Web Hosting

Want to be successful in life?



Everyone wants success in life. But success is not possible without hard work. I have to suffer a little. We have to continue with that. Many things can be understood by reading the biographies of successful people. But they have been trying to organize themselves for a long time. Many start their journey at a very young age. So if you want to build a good career, you have to start working beforehand. Otherwise it may be too late. So you have to try to get things done before life gets messy.

1) Do not wait until the end of the study Many people think that after completing the Honors-Masters will join the work. But lately, this method has not been very effective. Because now all companies are looking for experienced people. If you want to finish your studies and join the job, you have to start from the entry level. So if you can do something like a part-time job or sitting at home besides studying, you can put an experience label on your resume at the end of the study.

2) Work to improve your skills in addition to studying If you do not want to work as well as study, then do something that enhances the skills of one of your side. For example, if you want to start your own business, try to gain knowledge about it. And at least keep thinking about capital.


3) Take some courses on where you want to acquire skills. Take courses on where you want to build your career as well as study. This is possible at a young age. Because later it may not be your time or later that mentality will not be under various pressures. So the importance of this work is from the age of twenty.

4) Use time without laziness Almost everyone in student life is lazy. This is nothing new. But if you reduce this laziness a bit and focus on work, the improvement will come on its own. In the time you spend lazily, you can acquire any job or knowledge based on career structure.


5) Do constructive work together with friends. There are many people who study and do small things together. If you can't do it alone, you can do this kind of thing. Friends can try to use it with little capital. Or you can take up the project of doing small work of different companies by using the subject that you are skilled in. There are currently many companies that offer this facility. All that is needed is the exercise of will and intellect.


6) Don't become a robot at all. Enjoy life too. Many people may think that the fun of student life is being ruined by saying so many things. In fact, but it is not. You are not being asked to do a lot of hard work and make a routine every day. You just have to be more discriminating with the help you render toward other people. Because life is yours.


জীবনে সফল হতে চান?

জীবনে সফলতা আসুক তা সকলেই চান। কিন্তু সফলতা কষ্ট ছাড়া অর্জন করা সম্ভব নয়। কিছুটা তো কষ্ট করতেই হবে। সেই সাথে বুদ্ধি করে চলতে হবে। সফল মানুষের জীবনী পড়লে অনেক কিছুই বুঝতে পারা যায়। তারা কিন্তু অনেক আগে থেকেই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করেন। অনেকেই অনেক কম বয়স থেকে শুরু করেন নিজেদের পথচলা। তাই একটি ভালো ক্যারিয়ার গড়তে চাইলে কাজ শুরু করতে হবে আগে থেকেই। তা না হলে হয়তো দেরি হয়ে যাবে। তাই জীবনটা এলোমেলো হয়ে যাওয়ার আগেই গুছিয়ে নেয়ার চেষ্টা করতে হবে।

১)পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না অনেকে মনে করেন অনার্স-মাস্টার্স শেষ করে এরপর কাজে যোগ দেবেন। কিন্তু ইদানীং এই পদ্ধতিটি একেবারেই কার্যকর কিছু নয়। কারণ এখন সব কোম্পানিতেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ চেয়ে থাকেন। আপনি যদি পড়ালেখা একেবারে শেষ করে চাকরিতে যোগ দিতে চান আপনাকে এন্ট্রি লেভেল থেকেই শুরু করতে হবে। তাই যদি পড়ালেখার পাশাপাশি কোনো পার্ট টাইম চাকরি অথবা ঘরে বসে কিছু করতে পারেন তবে পড়ালেখা শেষে আপনার রিজুমিতে অভিজ্ঞতার লেবেল লাগাতে পারবেন।

২)পড়ালেখার পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে কাজ করুন যদি চাকরি করতে না চান পড়ালেখার পাশাপাশি তবে এমন কিছু করুন যা আপনার কোনো একটি সাইডের দক্ষতা বাড়ায়। যেমন ধরুন আপনি নিজের ব্যবসা খুলতে ইচ্ছুক হলে সেই সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করুন। এবং কিছু হলেও পুঁজির ব্যাপারে ভাবতে থাকুন।

৩)আপনার যেদিকে দক্ষতা অর্জনের ইচ্ছা সেব্যাপারে কিছু কোর্স করে নিন আপনার যেদিকে নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছা সে সম্পর্কিত কোর্স করুন পড়ালেখার পাশাপাশি। অল্প বয়সেই এই কাজটি সম্ভব। কারণ পরবর্তীতে হয়তো আপনার সময় হয়ে উঠবে না অথবা পরে সেই মানসিকতাও থাকবে না নানা চাপে। তাই এই কাজটির প্রতি গুরুত্ব দিন বয়স বিশের পর থেকেই।

৪)আলসেমি না করে সময় কাজে লাগান ছাত্র জীবনে প্রায় সকলেই আলসেমি করে থাকেন। এটি নতুন কিছু নয়। কিন্তু এই আলসেমিটাকে কিছুটা কমিয়ে নিয়ে কাজের দিকে মনোযোগী হয়ে উঠলে উন্নতি নিজেরই হবে। আলস্য করে যে সময়টুকু পার করেন সেসময়ে আপনি ক্যারিয়ার গঠন ভিত্তিক কোনো কাজ কিংবা জ্ঞান অর্জন করতে পারেন।

৫)বন্ধুরা মিলে একসাথে গঠনমূলক কাজ করুন অনেকেই আছেন পড়ালেখার পাশাপাশি বন্ধুরা মিলে ছোট কিছু কাজ করতে থাকেন। একা না পারলে এই ধরণের জিনিসটিও করতে পারেন। বন্ধুরা মিলে অল্প অল্প করে পুঁজি দিয়ে তা কাজে লাগিয়ে দেখতে পারেন। কিংবা নিজেরা যে কাজে দক্ষ সে বিষয়টি কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির ছোট ছোট কাজ করে দেয়ার প্রোজেক্ট হাতে নিতে পারেন। বর্তমানে এমন অনেক কোম্পানি রয়েছে যারা এই সুবিধা দিয়ে থাকে। দরকার শুধু ইচ্ছা এবং বুদ্ধি খাটানো।

৬)একেবারে রোবট হয়ে যাবেন না জীবনকেও উপভোগ করুন অনেকে মনে করতে পারেন এতোসব বলে ছাত্রজীবনের মজাই নষ্ট করে দেয়া হচ্ছে। আসলে কিন্তু তা নয়। আপনাকে অনেক কাজ করে কঠিন একটি রুটিন তৈরি করে প্রতিদিন চলতে বলা হচ্ছে না। আপনি আপনার মতো জীবন উপভোগ করুন ঠিকই কিন্তু সেইসাথে বাড়তি কিছু সময় বের করে নিয়ে এইসকল ব্যাপার ভাবুন। কারণ জীবন আপনার।

Post a Comment

0 Comments