নেতৃত্ব খুব সেনসিটিভ বিষয় যা বলছেন এবং যা করছেন ভেবে চিন্তে করুন...
তা-না হলে যা করবেন তাই ব্যুমেরাং হয়ে ফিরে আসবে...
👉প্রচীন যুগে মানুষ পাখি শিকার করার জন্য ব্যুমেরাংয়ের ব্যবহার করতেন! ব্যুমেরাং নিজের কাজ করে আবার মালিকের কাছে ফিরে আসতো...
👉ঠিক সেই প্রকার আমাদের জীবনেও ব্যুমেরাংয়ের সিদ্ধান্ত চলে! আপনারা অন্যদের যেটা প্রদান করবেন, সেটাই আপনাদের কাছেই ফিরে আসবে...
👉প্রেম চাই, প্রেম বিলি করুন,
তিরস্কার চাইলে, তিরস্কার বিলি করুন।
👉কর্মঠ মানুষ চাইলে
অন্যদের প্রতি কর্মঠতা দেখান।
👉সততা চাইলে
তাদের প্রতি সততা দেখান।
👉নিজের গ্রুপের থেকে আনুগত্য চাইলে
নিজে কারো প্রতি আনুগত্য থাকুন।
নেটওয়ার্ক মার্কেটিংয়ে ব্যুমেরাং সিদ্ধান্তের অত্যন্ত বেশী গুরুত্ব রয়েছে! যদি আপলাইন সজাগ থাকে, স্পষ্ট লক্ষ্য বানিয়ে চলে এবং লক্ষ্যের উপর স্থীর থাকে - তাহলে সেটার প্রভাব নীচ পর্যন্ত পৌঁছে যায় আর যদি উল্টো ঘটে তাহলে ব্যুমেরাং.....।
0 Comments
Thank You For Visit And Commenting In This Blog.
Stay Home Stay Safe.
Wish You Wellth.
+918282822858