যে কোনো কাজে প্রথম পদক্ষেপ ওঠান!
সম্পূর্ণ বিশ্বাস আর সাহসের সাথে এই পদক্ষেপ ওঠান ! প্রথম পদক্ষেপ ওঠানো মাত্রই বিজেতাদের শ্রেণীতে আপনার নাম প্রবেশ হয়ে পড়ে... কারণ দুনিয়ার সব থেকে বড় ব্যক্তিও প্রথম পদক্ষেপ থেকেই শুরু করেছিলেন ! আপনি যদি প্রথম পদক্ষেপ নিতে ভয় পান, আপনি যদি প্রথম পদক্ষেপ না নিতে পারেন... তাহলে পিছনে থেকে অন্য কেউ এগিয়ে এসে আপনাকে পিছনে ফেলে এগিয়ে যাবে পছন্দ আপনার হাতে কি করবেন।
ছোট-ছোট পদক্ষে নিতে থাকুন !
প্রথম পদক্ষেপ নেওয়ার পরে ছোট-ছোট পদক্ষেপ ফেলে এগিয়ে যেতে থাকুন ! এই ছোট-ছোট পদক্ষেপ এক সাথে মিলিয়ে বড় দূরত্ব পার করে... ছোট-ছোট ফুল মিলেই বিরাট বড় বাগানের সৃষ্টি হয়... ছোট-ছোট নদী এক সাথে মিলেই বিশাল সাগর বানায় ! ছোট পদক্ষেপকে "ছোট" মনে করবেন না... এটা বড় পদক্ষেপের এক অংশ।
প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের আরো কাছাকাছি নিয়ে যায়... প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আপনার গন্তব্যের আরো কাছে পৌঁছে দেয়।
একবার চিন্তা করুন... আপনি নিজের লাশের কাছে কাকে দেখতে চাইবেন ? আপনার উকিল, আপনার ষ্টক ব্রোকার, ইনকাম ট্যাক্স অফিসার ব্যাংকের লোক, পাওনাদার... নাকি আপনাকে আন্তরিক ভাবে ভালবাসতে থাকা লোকদের ভীড়!!
তাহলে জীবনের সব হিসাব মিলে যাবে আমাদের জীবন একটা আর এই জীবনে ভাল কিছু করে যাওয়ার প্রয়োজন আছে, যাতে আমরা অনুসারীদের মনে হাজার বছর বেচে থাকতে পারি।
0 Comments
Thank You For Visit And Commenting In This Blog.
Stay Home Stay Safe.
Wish You Wellth.
+918282822858